ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্টারন্যাশনাল চেম্বারের ভাইস চেয়ারম্যান সুনীল মিত্তাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, এপ্রিল ২২, ২০১৩
ইন্টারন্যাশনাল চেম্বারের ভাইস চেয়ারম্যান সুনীল মিত্তাল

ঢাকা: ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমা‍র্সের (আইসিসি) ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ভারতের ‘ভারতি এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল ভারতি মিত্তাল।

তৃতীয় ভারতীয় নাগরিক হিসেবে এ নিয়োগ পেলেন সুনীল।

কাতারের রাজধানী দোহায় একটি বিশেষ সম্মেলনে আইসিসির বিশ্ব পরিষদ সুনীলকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে।

এর আগে ১৯৬৯-১৯৭১ সাল পর্যন্ত প্রথম ভারতীয় হিসেবে আইসিসির নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত ড. ভরত রাম। তারপর ১৯৯৩-১৯৯৪ মেয়াদে দ্বিতীয় ভারতীয় নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পপতি প্রয়াত হরি শংকর শিঙ্গানিয়া।

নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় সুনীল মিত্তাল বলেন, “এই স্বনামধন্য সংগঠনটির দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ”

দেশটির প্রখ্যাত ‘ভারতি এয়ারটেল’র চেয়ারম্যান সুনীল বলেন, “আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য আইসিসির নির্বাহী পরিষদের খ্যাতনামা সদস্যদের সঙ্গে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাব আমি। ”

১৯১৯ সালে প্রতিষ্ঠিত ১৩০টি দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন আইসিসি বেসরকারি খাতের নানা দিকগুলো সংশ্লিষ্ট দেশের সরকার ও বিশ্ব আন্তসরকার পরিষদের কাছে উপস্থাপন করে। ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা পালন করে আইসিসি। বিশ্বের প্রায় ৬০ লাখেরও অধিক ব্যবসায়ী সংগঠন এই সংগঠনটির সদস্য।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।