ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাজার কোটি রুপি নিয়ে উধাও ভারতের সারদা গ্রুপ মালিক

কোলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, এপ্রিল ২২, ২০১৩
হাজার কোটি রুপি নিয়ে উধাও ভারতের সারদা গ্রুপ মালিক

কলকাতা: পশ্চিমবঙ্গে আমানতকারীদের কয়েক হাজার কোটি রুপি নিয়ে উধাও হয়েছে সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন।

এ নিয়ে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।

ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সোমবার এ নিয়ে কলকাতায় মহাকরণে বিক্ষোভ করেন আমানতকারী ও গ্রাহকরা।

এদিকে, পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকের পর মমতা ব্যানার্জি বলেন, “এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। আইন করার চেষ্টা চলছে। ”

জানা গেছে, প্রায় আড়াই লাখ মানুষের ১০ হাজার কোটি রুপিরও বেশি এ সংস্থায় আমানত ছিল বলে পুলিশ এখন পর্যন্ত জানতে পেরেছে। ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে সুদীপ্ত সেন ও সারদা সংস্থার ১০০ কোটি রুপিরও বেশি সম্পত্তি। তবে সুদীপ্ত সেনকে ধরা যায় নি।

মহাকরণ সূত্রে খবর, সেই সারদা গ্রুপের সম্পত্তি নিয়ে আমানতকারীদের ফেরাতে উদ্যোগ নেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রী-আমলাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সারদার সম্পত্তি যাতে বাজেয়াপ্ত করা যায়, সেই অধিকার পাওয়ার জন্য একটি অর্ডিন্যান্স আনার কথাও ভাবা হচ্ছে। রাজ্য সরকার চাইছে সারদার সমস্যা নিয়ে দ্রুত একটি কমিশন গঠন করতে।
 
এদিকে, মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের কাছের সারদা গোষ্ঠীর এই প্রতারণার শিকার হয়েছেন বহু সাধারণ মানুষ। সর্বশান্ত হয়ে তারা বিচার চাইছেন।

শুক্রবার সন্ধ্যায় এজেন্টরা সারদা গ্রুপের (চিট ফান্ড) মালিক সুদীপ্ত সেনকে গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান।

পুলিশ তাদের লাঠিচার্জ করে হঠিয়ে দেয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আর এ নিয়ে বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস।

পরিস্থিতি মোকাবেলায় সারদার চিটফান্ডের এজেন্টদের সঙ্গে সোমবার বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ও।

বিনিয়োগ করলে কমসময়ে বেশি মুনাফা পাওয়া যাবে এ প্রলোভনে পড়ে এই সংস্থায় বহু লোক বিনিয়োগ করেছেন। সম্প্রতি, ভারতের আর্থিক নিয়ামক সংস্থা সেবী  সারদা গ্রুপকে নির্দেশ দেয় আমানতকারীদের অর্থ ফেরত দিতে, সরকারের ঘরে বাজার থেকে তোলা টাকার অর্ধেক গচ্ছিত রাখতে।

অভিযোগ, এর পরই পশ্চিমবঙ্গসহ ত্রিপুরা, আসামের অফিসগুলো সংস্থাটি বন্ধ করে দেয়। ত্রিপুরায় আমানতকারীদের ২০০ কোটি রুপি ইতোমধ্যে খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
কলকাতাসহ ত্রিপুরা ও আসামে সারদা গ্রুপ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সংবাদপত্র এবং বেশকয়েকটি টিভি চ্যানেল খোলে। কিনে নেয় ‘তারা নিউজ’ ও ‘তারা মিউজিক’। আর্থিক সংস্থা বন্ধের পাশাপাশি সারদা গ্রুপ ইতোমধ্যে বন্ধ করেছে কয়েকটি সংবাদপত্র।

বেকার হয়েছেন হাজার খানেক সাংবাদিক। এই সংবাদ গোষ্ঠীটির সিইও হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন এমপি। বর্তমানে তিনি অবশ্য ওই পদে নেই।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
কেসি/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।