ঢাকা: বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন আটক বোমা হামলাকারী গুরুতর আহত হয়ে কথা বলতে না পারলেও সচেতন রয়েছে। জোখার সারনায়েভ কর্তৃপক্ষের কিছু প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন বলে সংবাদ মাধ্যম এবিসি ও এনবিসি টুইটারে জানিয়েছে।
বেথ ইসরায়েল ডিকোনেস মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন রয়েছে। এবিসি নিউজ নেটওয়ার্ক টুইটারে জানিয়েছে, জোখার সারনায়েভ বিক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছে।
এনবিসির সংবাদদাতা পিটে উইলিয়ামস জানিয়েছে, সারনায়েভ আইন শৃঙ্খলাবাহিনীর প্রশ্নের লিখিত উত্তর দিচ্ছে।
বোস্টনের পুলিশ কমিশনার এড ডেভিস জানিয়েছেন, জোখারের মুখে একটি গুলি মুখ দিয়ে ঘাড়ের পেছন দিয়ে বের হয়ে গেছে। এক ক্ষতের চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
ডেভিস জানান, জোখারের পায়েও গুলির আঘাত রয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়ে, জোখারের জিহ্বা ও গলায় গুলি লাগায় সে আর বাকশক্তি ফিরে নাও পেতে পারে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com