ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, দুই দিনে নিহত ১৮৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, এপ্রিল ২২, ২০১৩
নাইজেরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, দুই দিনে নিহত ১৮৫

ঢাকা: নাইজেরিয়ায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে দুই দিনে অন্তত ১৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এতো সংখ্যক মৃত্যুর কথা অস্বীকার করেছে সেনাবাহিনী।



সোমবার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাদ সীমান্তের কাছে বাগা শহরে রকেট চালিত বোমা ও প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলায় অন্তত ২ হাজারের বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

উত্তর‍াঞ্চলের স্বাধীনতার জন্য নাইজেরিয়ার ইসলামপন্থি সংগঠন ‘বোকো হারাম’ দীর্ঘ সময় ধরে বিদ্রোহ করে আসছে। ২০০৯ সালের পর থেকে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে কয়েক হাজার লোক নিহত হয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সেনা-বিদ্রোহী সংঘর্ষ শুরু হওয়ার পর বাগা শহরের বাসিন্দারা বনে-জঙ্গলে আশ্রয় নিয়েছে।

স্থানীয় বাসিন্দা বাশির ইসা বলেন, “শুক্রবার রাত থেকে সবাই ঝোঁপে-জঙ্গলে আশ্রয় নিয়েছে। তবে প্রশাসনের আশ্বাসে আবার শহরে ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ”

তিনি জানান, “শহরে খাবার পাওয়াটা এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ দোকানগুলোও ভস্মিভূত হয়ে গেছে। ”

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লোবান কোলে সংবাদ মাধ্যমকে বলেন, “বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। ”

তবে এতোসংখ্যক প্রাণহানির কথা অস্বীকার করেছেন বোর্নো রাজ্য অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেলে সগির মুসা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।