ঢাকা: ভারতজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ দিল্লিতে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভ-বিক্ষোভে ফেটে পড়েছে ভারতবাসী।
এরই প্রেক্ষিতে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে দেশটির সংসদে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, “ধর্ষণ শুধু রাজধানীতে হচ্ছে না, দেশের সবখানে ঘটছে এঘটনা। ”
ভারতের লোকসভা ও রাজ্যসভায় দেওয়া ওই স্বপ্রণোদিত বিবৃতিতে শিন্দে বিহারে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনাটি সংসদ সদস্যদের অবহিত করেন। এই ঘটনায় তিনি পুলিশের কর্তব্য পালনের প্রসঙ্গে বলেন, “পুলিশ ঘটনার মূল হোতা মনোজকে শনিবার গ্রেফতার করেছে। এছাড়া শনিবার রাতে এই ঘটনার সঙ্গে জড়িত প্রদীপ নামে আরেক জনকে গ্রেফতার করেছে। ”
শিন্দে ১৫ এপ্রিল শিশু ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে সার্বিক তদন্ত সম্পর্কে সকলকে অবহিত করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিহারে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে তারই প্রতিবেশী। কোনো খাবার ও পানি দেওয়া ছাড়া শিশুটিকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। শিশুটি যে বাড়িতে থাকত সেই বাড়িতেই গ্রাউন্ড ফ্লোরে তাকে আটকে রাখা হয়।
১৭ এপ্রিল সকালে শিশুটির মা চিৎকার শুনে ছুটে যান। কক্ষটি তালাবদ্ধ থাকায় তিনি পুলিশকে ফোন দেন। পরে পুলিশ এসে তালা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে।
পরে দ্রুত শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে। এই ঘটনা ছড়িয়ে পড়লে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com