ঢাকা: ৫ বছরের বিরতির পর ফের প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলো ডানপন্থি কলোরাডো পার্টির মনোনীত প্রার্থী।
রোববার দেশটির জাতীয় নির্বাচনে পরবর্তী সরকার পরিচালনার জন্য প্রেসিডেন্ট পদে ‘মিলিয়নায়ার’ হোরাসিও কার্টসকে নির্বাচিত করে দেশটির জনগণ।
১০ শতাংশ ভোটে এগিয়ে থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বামপন্থি লিবারেল পার্টির প্রার্থী এফ্রেইন আলেগরকে পরাজিত করেন কার্টস।
ফলাফল প্রকাশের পর সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কার্টস। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে কলোরাডো পার্টির সমর্থকরা।
ডানপন্থি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর মতো প্যারাগুয়েতেও বামপন্থি দলগুলোর প্রভাব কম নয়। দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য ভেঙে ২০০৮ সালে দেশটির সরকারের কর্তৃত্ব গ্রহণ করে বামপন্থিরা। তবে গত বছরের জুনে দেশটির বিরোধীদলীয় সাংসদরা বামপন্থি প্রেসিডেন্টকে অপসারণ করে।
মুদ্রা পাচারের অভিযোগে ১৯৮৫ সালে কারাভোগ করা কার্টস মূলত একজন ব্যবসায়ী ও শিল্পপতি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com