ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, এপ্রিল ২২, ২০১৩
ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি করছে যুক্তরাষ্ট্র

ঢাকা: অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বিক্রয়ে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের অস্ত্রচুক্তি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ছ’দিনের মধ্যপ্রাচ্য সফরে আসা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সোমবার তেলআবিবে অবতরণের পর সাংবাদিকদের জানান, “এ চুক্তির আওতায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব পেন্টাগনের কাছ থেকে এক হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের সমরাস্ত্র ক্রয় করবে।



ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাগেল বলেন, “এসব অস্ত্র ইসরায়েলকে প্রতিবেশি দেশগুলোর হুমকি থেকে সুরক্ষিত রাখবে। ”

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষিতেই এই গুরুত্বপূর্ণ খবরটি আসলো।

প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলের সামরিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, “ইসরায়েলের সুরক্ষায় সার্বিক সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। ”

তবে, ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসার সব পথ খোলা রয়েছে বলেও জানান হেগেল।

অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে যালুন রণহুংকার দিয়ে বলেন, “একটি মাত্র পথ খোলা আছে (আলোচনা) নতুবা ইরানের পরমাণু কর্মসূচি কিভাবে বন্ধ করতে হয় তা আমাদের জানা আছে। ”

সংব‍াদ সম্মেলনে ইসরায়েলের আয়রন ডোম মিসাইলবিধ্বংসী প্রতিরক্ষা প্রকল্পে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হেগেলে।

এর আগে রোববার- ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে ইরানে সামরিক অভিযান চালানোর বার্তা কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেগেল বলেন, “আমি মনে করি, এতে কোনো সন্দেহ নেই। এটা ইরানের জন্য অত্যন্ত স্পষ্টবার্তা। ”

বাংলাদেশ সময় : ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।