ঢাকা: ৬ দশমিক ৫ মিটারের একটি ভয়ংকর কুমিরের মুখে অর্ধেক ঢুকে গিয়েও জীবিত ফিরেছেন এক ফরাসি জেলে।
এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে উত্তর অস্ট্রেলিয়ার সমুদ্রোপকূলে।
রোববার সন্ধ্যায় ২৯ বছর বয়েসী ইওয়ান গ্যালেরান সমুদ্রোপকূলে সাঁতার কেটে একটি ডিঙি উদ্ধার করার সময় ৬.৫ ফুটের একটি ভয়ংকর কুমির তাকে আক্রমণ করে এবং তার মাথা কামড়ে ধরে চক্কর দিতে থাকে।
ইওয়ানের কর্মচারী লিসা হেথকোট সংবাদ মাধ্যমকে জানান, “গ্যালেরান ডিঙিটি তীরে আনার সময় কুমিরটি তার মাথা কামড়ে ধরে এবং চক্কর দিতে থাকে। তবে তীরে ফেরা পর্যন্তই কুমিরটির সঙ্গে লড়াই করেন তিনি। ”
হেথকোট বলেন, “কামড়ে ধরার পর গ্যালেরান কুমিরটির মাথায় অনবরত আঘাত করতে থাকেন, ফলে কুমিরটি তাকে ছেড়ে দেয়। কুমিরটি আবার তাকে ধাওয়া করে কিন্তু তিনি কুমিরটিকে ধাক্কা দিয়ে সাঁতরে ফিরে আসেন। ”
গ্যালেরানের মাথা, ঘাড় ও কাঁধে কুমিরের কামড়ের ক্ষতের চিকিত্সার জন্য দ্রুত তাকে একটি নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, “তিনি খুব ভাগ্যবান যে সাঁতার কেটে ফিরে আসতে পেরেছেন, নতুবা এর ফলাফল অনেক ভয়ানক হতে পারতো”।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banganews24.com