ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় ট্রেনে নাশকতার চেষ্টা ব্যর্থ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, এপ্রিল ২৩, ২০১৩
কানাডায় ট্রেনে নাশকতার চেষ্টা ব্যর্থ, আটক ২

ঢাকা: কানাডায় একটি যাত্রীবাহী ট্রেনে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে দুইজনকে আটক করেছে কানাডীয় পুলিশ। ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এছাড়া তাদের জঙ্গি গ্রুপ আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

আটক দুইজন হলেন- চিহেব এসেনঘাইয়ের (৩০) ও রায়েদ জাসের(৩৫)। এদের মধ্যে চিহেবকে মনট্রিয়ল এবং রায়েদকে টরেন্টো থেকে গ্রেফতার করা হয়েছে বলে রয়্যাল কানাডিয়ান ম‍াউন্টেড পুলিশ (আরসিএমপি) থেকে জানানো হয়েছে।

আরসিএমপির মুখপাত্র জেমস মালিজিয়া সংবাদ মাধ্যমকে জানান, আটক দুইজন কানাডার একটি যাত্রীবাহী ট্রেনে হামলার পরিকল্পনা করেছিল। তারা জঙ্গি গ্রুপ আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আরসিএমপি বিশ্বাস করে আটক দুইজনের নাশকতা সংঘটনের ক্ষমতা ছিল।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, সাধারণ জনগণ, রেল কর্মকর্তা, ট্রেন যাত্রী বা স্থাপনার উপর সন্ত্রাসী হামলার কোনো পূর্ব হুমকি ছিল না।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ওই দুইজন ইরান নিয়ন্ত্রিত আল-কায়েদা জঙ্গি গোষ্ঠী থেকে হামলার সহায়তা পেয়েছেন। তবে হামলার সঙ্গে রাষ্ট্রীয় কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তারা কানাডার নাগরিক নয় বলে পুলিশের পক্ষ থেকে উল্লেখ করে বলা হয়, আশা করা হচ্ছে মঙ্গলবার তাদের জামিনের শুনানির জন্য কোর্টে হাজির করা হবে।

এদিকে, কানাডার এই ঘটনার সঙ্গে বোস্টন হামলার কোন সম্পর্ক নেই বলে মার্কিন আইন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।