ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন হামলা: ভাইয়ের ওপর দোষ চাপাল জোখার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, এপ্রিল ২৩, ২০১৩
বোস্টন হামলা: ভাইয়ের ওপর দোষ চাপাল জোখার

ঢাকা: গত সপ্তাহের প্রাণঘাতী বোস্টন হামলার জন্য বড় ভাই তামেরলান সারনায়েভকে দায়ী করলো ছোট ভাই জোখার সারনায়েভ।

সোমবার যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র জানিয়েছে, “আটক জোখার তদন্ত দলকে জানিয়েছেন, এ হামলায় কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন জড়িত ছিল না বরং তার ভাই তামেরলানই এ হামলার নেতৃত্ব দিয়েছেন।



সূত্র আরও জানিয়েছে, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোঝা গেছে এই দুই সহোদর নিজ থেকেই জিহাদি কার্যক্রম চালিয়েছেন। ”

তদন্ত কর্মকর্তাদের ঘনিষ্ঠ একটি সূত্র মতে, “বোস্টন হাসপাতালে চিকিৎসাধীন জোখার তদন্ত কর্মকর্তাদের আরও জানিয়েছেন, এই হামলার মাধ্যমে ‘ইসলামকে রক্ষা’ করতে চেয়েছিলেন তার ভাই তামেরলান। ”

মার্কিন সরকারের নির্ভরযোগ্য আরেকটি সূত্র জানিয়েছে, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোখার এসব তথ্য জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ”

বোস্টনের প্রাদেশিক আইন প্রয়োগকারী সংস্থা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, “যেহেতু তদন্ত কর্মকর্তারা এখনও সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে অন্য কারও যোগসাজশ আছে বলে কোনো ইঙ্গিত পাননি, সেহেতু অনেক কাজ বাকি থাকলেও তারা আস্থার সঙ্গে বলতে পারেন এই হামলার সঙ্গে আর কেউ (সন্ত্রাসী সংগঠন) জড়িত নয়। ”

এ দিকে, বোস্টনে হামলাকারী ১৯ বছর বয়সী জোখারের বিরুদ্ধে গণহত্যাকারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে অভিযোগপত্র গঠন করেছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময় : ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।