ঢাকা: ভারতের সাবেক প্রধান বিচারপতি ও দিল্লির গণধর্ষণের পর সরকারের কাছে উপস্থাপিত ‘নতুন ধর্ষণবিরোধী আইন’র সুপারিশকারী দলের প্রধান বিচারপতি জগদিশ শরণ বার্মা আর নেই।
শরীরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে মঙ্গলবার সকালে গুরগাঁ’র মেদান্তা হাসপাতালে মারা যান তিনি।
মেদান্তা হাসপাতালের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যকৃতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ন’টার দিকে যকৃতের কার্যক্রম বন্ধ ও পাকস্থলির রক্ত ক্ষরণজনিত কারণে মারা যান তিনি।
বিচারপতি বার্মার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এক শোকবাণীতে মনমোহন বলেন, “আইন বিষয়ে মহাপণ্ডিত ছিলেন বার্মা। নিরপেক্ষ বিচারের জন্য তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তিনি সবসময় মানুষের জন্য চিন্তা করেছেন। ”
১৯৯৭ সালের ২৫ মার্চ থেকে ১৯৯৮ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত ভারতের ২৭তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বার্মা।
গত মার্চে পাস হওয়া ভারতের নতুন ধর্ষণবিরোধী আইনে বিশেষ কিছু সুপারিশনামা প্রদান করেছিল বার্মার নেতৃত্বাধীন ‘জাস্টিস বার্মা কমিশন’।
দিল্লির গণধর্ষণের ঘটনার পর সরকারের অনুরোধে বিচারপতি বার্মা, বিচারপতি লিলা শেঠ ও গোপাল সুব্রহ্মণ্যম এর সমন্বয়ে গঠিত এ কমিশন মাত্র ২৯ দিনের মধ্যেই সরকারকে ধর্ষণবিরোধী আইন কার্যকরে কয়েকটি বিশেষ সুপারিশনামা দেয়।
ভারতীয় নারীদের পক্ষে আইনি লড়াই করার জন্য গত ১৫ এপ্রিল বার্মাকে ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ সম্মাননা দেয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com