ঢাকা: আলোচনা শুরুর আগে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছেড়ে দেওয়ার মার্কিন শর্ত নাকচ করে দিয়ে উল্টো পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চেয়েছে উত্তর কোরিয়া।
সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার শীর্ষ কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম ‘রডং সিনমুন’ জানায়, “পিয়ংইয়ং যদি কোন পারমাণবিক রাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে, তবে তা অবশ্যই দ্বিপক্ষীয় আলোচনা হতে হবে। এক পক্ষীয়ভাবে চাপ সৃষ্টি করে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার ওপর এ আলোচনা হবে না। ”
অপর দিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জানান, “আলোচনা অর্থবহ করতে হলে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রাধিকার ছেড়ে কথা বলতে হবে। ”
২০০৫ সালে উত্তর কোরিয়া “পারমাণবিক নিরস্ত্রীকরণ” চুক্তিতে স্বাক্ষর করে। তবে কিছুদিন পর সে চুক্তি প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠকে বসার ইচ্ছা প্রকাশের পর দু’পক্ষের মধ্যে বৈরিতা লাঘবের সঙ্কেত পাওয়া যায়। যদিও উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে দেওয়াসহ বিভিন্ন শর্ত দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর