ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় ফরাসি দূতাবাসে বোমা হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, এপ্রিল ২৩, ২০১৩
লিবিয়ায় ফরাসি দূতাবাসে বোমা হামলা, আহত ২

ঢাকা: লিবিয়ার ফরাসি দূতাবাসে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

মঙ্গলবার ফরাসি দূতাবাসের একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, “ত্রিপোলিতে নিযুক্ত দূতাবাসে হামলা ‍চালানো হয়েছে।

এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। ”

দূতাবাস সূত্র জানিয়েছে, “হামলায় দূতাবাসের অভ্যর্থনা এলাকা ও এর আশপাশের ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। ”

এ হামলাকে ‘জঘন্য কাজ’ বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। এক বিবৃতিতে ফ্যাবিয়াস জানান, “দায়ীদের চিহ্নিত করতে লিবিয়ার তদন্ত দলের সঙ্গে ফরাসি কর্মকর্তারাও কাজ করছেন। ”

তবে কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত বছর ইসলামকে কটাক্ষ করে ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্র নির্মাণের জের ধরে ত্রিপোলিতে নিযুক্ত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। এতে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ তিন মার্কিন নাগরিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।