ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেনজির হত্যা মামলায় মোশাররফের জামিন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, এপ্রিল ২৪, ২০১৩
বেনজির হত্যা মামলায় মোশাররফের জামিন বাতিল

ঢাকা: এবার বেনজির ভুট্টো হত্যা মামলায়ও জামিন বাতিল হলো পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের। বুধবার দেশটির সংবাদ মাধ্যম জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আদালত মোশাররফের অন্তবর্তীকালীন জামিন বাতিল করেন।



১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে সাবেক স্বৈরশাসক যেসব ‘অপরাধ’ করেছেন সেসব অপরাধের বিরুদ্ধে দায়ের করা তিনটি প্রধান মামলার মধ্যে বুধবার দ্বিতীয় মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত।

এর আগে, ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে ৬০ জন বিচারককে অপসারণ ও গৃহবন্দি করার অভিযোগে তার জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। দুই দিনের ট্রানজিট রিমান্ড শেষে বর্তমানে দুই সপ্তাহের বিচারিক রিমান্ডে আছেন মোশাররফ।

এছাড়া, বিচারিক রিমান্ড মঞ্জ‍ুর করে আদালতের নির্দেশের পর মোশাররফের বাড়িকে সাব-জেল ঘোষণা করে দেশটির সরকার। তাই গৃহবন্দিই থাকতে হচ্ছে দেশটির সাবেক প্রেসিডেন্টকে।

তবে, এ শুনানির সময় বুধবার মোশাররফ কিংবা তার প্রধান আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

সরকার পক্ষের আইনজীবী চৌধুরী আজহার সংবাদ মাধ্যমকে বলেন, “বেনজির হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মোশাররফের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ”

উল্লেখ্য, পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকাকালে ২০০৭ সালের ডিসেম্বরে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় নিহত হন জুলফিকার আলী ভুট্টো তনয়া বেনজির।

ঐ হত্যাকাণ্ডের পর বেনজিরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মোশাররফকে দায়ী করে জাতিসংঘের তদন্ত দল।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।