ঢাকা: আনন্দ ভ্রমণে এসে সার্কাস বাঘের কবলে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী ও তাঁর শিশু সন্তান। মুহূর্তেই আনন্দ ভ্রমণ যেন দুঃস্বপ্নে রূপ নেয়।
মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ওয়াশিংটনের সেন্ট্রাল কানসাসের বাসিন্দা জেনা ক্রেবিয়েল ‘ইসিস শ্রিন সার্কাস’র খেলা দেখে তার তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে শৌচাগারে যান।
পেছনের দরজা বন্ধ করতেই দেখেন তার কাছ থেকে এক মিটারেরও কম দূরত্বে একটি জলজ্যান্ত বাঘ ঠায় দাঁড়িয়ে আছে।
জেনা সংবাদ মাধ্যমকে জানান, “বাঘটি অনেক বড় না হলেও আনুমানিক ১১৩ কেজি ওজনেরও বেশি হবে”।
সার্কাসের খেলা শেষে এটি উদ্দেশ্যহীনভাবে শৌচাগারে ঢুকে পরেছিল। জেনা বলেন, বাঘটিকে দেখার পর তিনি ভড়কে গেলেও তার শিশু সন্তান যেন ভয় না পেয়ে যায় সে জন্য স্বাভাবিক থাকার চেষ্টা করেন।
জেনা বলেন, “এই প্রথম খাঁচায় বন্দি ছাড়া একটি জলজ্যান্ত বাঘ এত কাছ থেকে দেখেছি। এটা কেউই আশা করবেন না যে, শৌচাগারে গিয়ে দরজা বন্ধ করার পর একটি বাঘ আপনার দিকে এগিয়ে আসছে”।
জেনা জানান, “অামি ভড়কে গেলেও মেয়েটি ভয় পাইনি। বরং সে আমাকে তখন জিজ্ঞেস করছিল, বাঘটি হাত ধুয়েছিল কিনা। ”
পালিয়ে আসলেও পরবর্তী সময়ে বাঘটিকে শৌচাগার থেকে উদ্ধার করেন সার্কাস কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com