আগরতলা (ত্রিপুরা): রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প উদ্বোধনের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মঙ্গলবার মহাকরণে একথা জানান তিনি।
নতুন রাজ্য সরকার গঠনের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা অনুসারে ১৭ এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সৌজন্য সাক্ষাতে দেশ ও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে। সেখানেই রাষ্ট্রপতিকে এ আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। প্রণব মুখার্জিও এ আমন্ত্রণ গ্রহণ করেন।
মে মাসের মধ্যে শুরু হবে ৭২৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পালাটানা তাপবিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন। সময়মতো কাজ শেষ হলে জুন মাসের মধ্যে এর উদ্বোধন হবে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর