ঢাকা: আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২ মাত্রা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় পাকিস্তানসহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রদেশ কেঁপে ওঠে।
পাকিস্তানের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক সময় ৯টা ২৫ মিনিটে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূগর্ভের ৭০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। ভূমিকম্পটি প্রায় ৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল।
প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময় : ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com