ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ‘সাভার ধস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, এপ্রিল ২৪, ২০১৩
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ‘সাভার ধস’

ঢাকা: আবারও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম বাংলাদেশ। তবে কোন সাফল্যে, অর্জন বা প্রাপ্তির জন্য নয়।

এবারও বিয়োজনের কারণে সংবাদ মাধ্যমের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম।

বুধবার সকালে ঢাকার অদূরে সাভারে আটতলা একটি ভবন ধসে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী নিহত হয়েছে শতাধিক। আহত কয়েকশ’।

বুধবারের বিশ্বের আর কোন খবরই বাংলদেশের এই ভয়াবহ দুর্ঘটনার খবরকে ছাপিয়ে যেতে পারেনি। বিশ্বের শীর্ষস্থানীয় পত্রিকার অনলাইনে সাভারের দুর্ঘটনাকে কিভাবে ‘ট্রিটমেন্ট’ দিয়েছে তাই নিয়েই এবারের আয়োজন।

বিবিসি:
প্রখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি তাদের সর্বশেষ অনলাইন আপডেটে সাভারের দুর্ঘটনার খবরটি শীর্ষে রেখেছে। তাদের শিরোনাম ‘অ্যাট লিস্ট সেভেনটি পিপল ডায়েড ইন ঢাকা কলাপস’ অর্থাৎ কমপক্ষে ৭০ জন ঢাকায় ভবন ধসে মারা গেছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ৮ তলার ওই রানা টাওয়ার নামে ওই ভবনটির নিচে এখনও আটকা পড়ে আছে অনেকে। এছাড়া দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর জানিয়েছেন বিবিসি।

আইন ভঙ্গ করে গড়ে ওঠা ভবন ধস বাংলাদেশে সাধারণ ঘটনা বলেও উল্লেখ করে বিবিসি।

সিএনএন:
বাংলাদেশে সংবাদ সংস্থার (বাসস) বরাত দিয়ে ৭০ জন নিহত ও কয়েকশ লোক আহত হওয়ার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এছাড়া তাজরীন গার্মেন্টেসে ভয়াবহ আগুনের প্রসঙ্গে টেনে সিএনএন জানায়, ২৪ বিলিয়ন ডলার আয় হওয়া গার্মেন্টস থেকে বাংলাদেশের মোট রপ্তানির অর্জিত হয় বলেও উল্লেখ করে।

এছাড়া বাংলাদেশের ৪,৫০০ টি গার্মেন্টস থেকে বিশ্বের নামকরা সব পোশাক ব্যন্ড টেসকো, ওয়ালমার্ট, জেসি পেনির মতো অনেক কোম্পানি পোশাক কিনে নেয় বলে জানায় সিএনএন।

আল-জাজিরা:
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় আল-জাজিরার টেলিভিশনের অনলাইনে কমপক্ষে ৮২ জন মৃতের সংবাদ প্রকাশ করেছে। সাভারের ইনাম হাসপাতালের সিনিয়র ডাক্তার হিরালাল রায়ের উদ্ধতি দিয়ে পত্রিকাটি আট শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছেন। এখন কয়েকশ মানুষ ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন বলে আল-জাজিরা জানায়।

ডেইলি মেইল:
যুক্তরাজ্যের প্রভাবশালী  সংবাদ মাধ্যম ডেইলি মেইলও ৮২ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে। বিশ্বখ্যাত এই পত্রিকাটি ঢাকাকে বিশ্বের অন্যতম জনাকীর্ণ শহর উল্লেখ করে এখানে যে ভবন নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি বা আইনকে তোয়াক্কা করা হয় না তাও উল্লেখ করে।

এছাড়া আট বছর আগে একই এলাকায় আরেকটি গার্মেন্ট ফ্যাক্টরি ধসে ৭০ জন নিহতের সংবাদ গুরুত্ব দিয়ে ছাপে। তাছাড়া তাজরীনের গার্মেন্টেসে আগুনে ১১২ জনের নিহতের খবর উল্লেখ দিয়ে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

দ্য হিন্দু: ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’ তাদের অনলাইন সংস্করণে সাভারের ভবন ধসে মৃতের সংখ্যা ৭০ বলে উল্লেখ করে।

জি-নিউজ: ৮২ জন নিহতের সংবাদ জানিয়েছে প্রতিবেশি দেশ ভারতের আরেকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জি-নিউজও। বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার শ্রমিকরা ভবনটিতে ফাটলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনলেও তাদেরকে কাজে যোগ দিতে বাধ্য করা হয়।

অসংখ্য বহুতলবিশিষ্ট অবৈধ ভবনের জন্য ঢাকার কুখ্যাতি আছে বলেও জানায় জি-নিউজ। এছাড়া ২০০৫ সালে একই এলাকায় ভবন ধসে ৭০ জন নিহতের খবরও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।