ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতিহাসের জাদুঘর ‘দ্য ডেল’ নিলামে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, এপ্রিল ২৪, ২০১৩
ইতিহাসের জাদুঘর ‘দ্য ডেল’ নিলামে!

ঢাকা: একবার ভাবুন তো, আপনি এমন একটি বাড়িতে বসবাস করছেন যে বাড়িতে বৈচিত্র্যময় ইতিহাসের খণ্ড-খণ্ড তথ্য-উপাত্ত সাজানো রয়েছে। আর এসব তথ্য-উপাত্তের ওপর চোখ রেখে আপনি চলে যেতে পারছেন ইতিহাস কিংবা প্রাগৈতিহাসিক যুগে।



এমন সুযোগ সত্যিই সামনে এসেছে। আর এ সুযোগ সামনে আনছে যুক্তরাজ্যের একটি নিলাম কেন্দ্র।

যুক্তরাজ্যের বিবর্তনবিদ আলফ্রেড রাসেল ওয়ালেসের ‘ইতিহাসসমৃদ্ধ’ বাড়িটি বিক্রি হচ্ছে। বিক্রয় মূল্য নির্ধারিত হয়েছে ২৩ লক্ষ মার্কিন ডলার।

প্রাকৃতিক বিবর্তনের রহস্যোন্মোচনের জন্য বিশ্বব্যাপী ঘুরে বেড়ান ওয়ালেস। আর এই ঘোরাঘুরির সময় সংগ্রহ করতে থাকেন বিবর্তনবাদ ও ইতিহাসের স্বাক্ষী সব প্রাকৃতিক তথ্য-উপাত্ত।

ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরে এসে বাড়িটি বানান তিনি। পূর্ব যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির গ্রেস শহরের টেমস নদীর উত্তর দিকে অবস্থিত এই বাড়িটির নাম দেন ‘দ্য ডেল’।

উল্লেখ্য, বাড়িটি ১৮৭২ সালে নির্মিত হলেও তিনি এই বাড়িতে মাত্র চার বছর বসবাস করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।