ঢাকা: এবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ম্যানচেস্টার গ্রামে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
ইলিনয় রাজ্য পুলিশের মুখপাত্র মনিক বন্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম ইলিনয়ের স্কট কাউন্টির ম্যানচেস্টার গ্রামে গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে এবং ধাওয়া দিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে। ” তবে, এ ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ওই এলাকার একজন স্কুল পরিচালক জানান, বুধবার সকালে তিনি একজন শেরিফের (সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি রক্ষায় নির্বাচিত কর্মকর্তা) কাছ থেকে জেনেছিলেন যে, নিহত লোকদের গুলি করা হয়েছে।
নর্থ গ্রিন স্কুলের ল্য স্টিভেন্স বলেন, “কর্তৃপক্ষের কাছ থেকে আগেই এ ধরনের ঘটনার ইঙ্গিত পেয়ে স্কুলের ক্লাস বাতিল করে দেওয়া হয়। ”
এটি পারিবারিক কোলাহলের জের ধরে ঘটেছে কিনা এ ব্যাপারেও কিছু জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com