ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, এপ্রিল ২৪, ২০১৩
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে গুলি, নিহত ৫

ঢাকা: এবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ম্যানচেস্টার গ্রামে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

এ ঘটনায় ধাওয়া দিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

ইলিনয় রাজ্য পুলিশের মুখপাত্র মনিক বন্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম ইলিনয়ের স্কট কাউন্টির ম্যানচেস্টার গ্রামে গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে এবং ধাওয়া দিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে। ” তবে, এ ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

ওই এলাকার একজন স্কুল পরিচালক জানান, বুধবার সকালে তিনি একজন শেরিফের (সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি রক্ষ‍ায় নির্বাচিত কর্মকর্তা) কাছ থেকে জেনেছিলেন যে, নিহত লোকদের গুলি করা হয়েছে।

নর্থ গ্রিন স্কুলের ল্য স্টিভেন্স বলেন, “কর্তৃপক্ষের কাছ থেকে আগেই এ ধরনের ঘটনার ইঙ্গিত পেয়ে স্কুলের ক্লাস বাতিল করে দেওয়া হয়। ”

এটি পারিবারিক কোলাহলের জের ধরে ঘটেছে কিনা এ ব্যাপারেও কিছু জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।