ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশ স্টাডি সেন্টার খুলবে আসাম বিশ্ববিদ্যালয়ে

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, এপ্রিল ২৫, ২০১৩
বাংলাদেশ স্টাডি সেন্টার খুলবে আসাম বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: বিশ্বভারতীর পর এবার সিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে খোলা হচ্ছে বাংলাদেশ স্টাডি সেন্টার। এ নিয়ে একটি সমঝোতা স্মারক (মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সাক্ষরিত হয়েছে।

২০১৪ সালের মধ্যে আসামের সিলচরে এই বাংলাদেশ স্টাডি সেন্টার গড়ে উঠবে।

মঙ্গলবার এই চুক্তিতে সাক্ষর করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবেদা ইসলাম এবং অ‍াসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর সোমনাথ দাসগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (এডুকেসন) সৈয়দ তারিক হোসাইন, প্রথম সচিব (প্রেস) কাজী মুস্তাক জহির প্রমুখ।

জানা গেছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে করে একুশের ভাষা দিবসের ইতিহাস চর্চা হবে এই স্টুডি সেন্টারে।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।