কলকাতা: চিট ফান্ড সংস্থা সারদা গ্রুপের কাছে প্রতারিত পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ আমানতকারীদের ক্ষতি লাঘবের জন্য ৫০০ কোটি রুপির তহবিল গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তামাকজাত দ্রব্যের ওপর কর বসিয়ে এ তহবিলের ১৫০ কোটি রুপি সংগ্রহ করা হবে।
বুধবার মমতা ব্যানার্জী মহাকরণে বলেন, “কয়েক লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। এদের মধ্যে যারা খুব গরিব অথচ প্রতারিত হয়েছেন তাদের এই তহবিল থেকে টাকা দেওয়া হবে। কিভাবে টাকা দেওয়া হবে তা ঠিক করবে হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন। টাকা পেতে হলে কমিশনে আবেদন করে অভিযোগ জানাতে হবে। ”
এই জন্য সিগারেটের ওপর ১০ শতাংশ কর বসিয়ে ১৫০ কোটি রুপি তোলা হবে। বাকিটা তোলা হবে অন্যভাবে। পাশাপাশি সারদা গোষ্ঠির বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করেও আমানত কারীদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com