ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তৃণমূলের দুই এমপির বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ সুদীপ্তের

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, এপ্রিল ২৫, ২০১৩

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের ২ তৃণমূল এমপি-র আর্থিক লালসার, ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সিবিআই’কে পাঠানো চিঠিতে একথা লিখেছেন চিট ফান্ড সংস্থা সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন।

তার এই ১৮ পাতার চিঠি নিয়ে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।

৬ এপ্রিল লেখা ওই চিঠিতে সুদীপ্ত সেন লিখেছেন, ওই ২ তৃণমূল সংসদ সদস্য (এমপি) সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত। বাধ্য হয়ে তাদেরকে প্রতি মাসে কয়েক লাখ টাকা দিতে হতো।

উল্লেখ্য, সারদা সংবাদ মাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এক এমপি। বর্তমানে তিনি অবশ্য ওই পদে নেই।

এছাড়া আসামের এক বিধায়কের নামেও একই অভিযোগ তুলেছেন সুদীপ্ত।

ইতিমধ্যেই চিঠির প্রতিলিপি এসে পৌঁছেছে বিধাননগর কমিশনারের কাছে। চিঠিতে ২২ জনের নাম উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিকও রয়েছেন।

বুধবার রাতে সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানীকে কলকাতায় আনা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

প্রায় আড়াই লাখ মানুষের ১০ হাজার কোটি রুপি  নিয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে উধাও হয়ে যায় সুদীপ্ত সেন। মঙ্গলবার কাশ্মিরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।