আগরতলা (ত্রিপুরা): সারদা গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে রাজ্যেও অভিযোগ দায়ের হল ত্রিপুরায়। রাজধানীর পূর্ব থানায় রাজ্যের সারদা গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্যের এজেন্টরা।
সারদা গ্রুপে তালা পরায় ত্রিপুরায় বন্ধ হয়ে গেছে সেই গ্রুপের সকালবেলা নামের পত্রিকাটিও। বছর তিনেক আগে পথ চলা শুরু করেছিল সকালবেলা পত্রিকার আগরতলা সংস্করণটি। সংবাদ পত্রটি বন্ধ হয়ে যাওয়ায় সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা মিলে পায় ৪৮ জন মানুষ এখন কর্মহীন। তাদের গত দু’মাসের বেতন দেয়নি কর্তৃপক্ষ। এমনকি ইপিএফে যে টাকা কর্মচারিরা গচ্ছিত রেখেছিলেন তাও তারা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
রাজ্যে এই গ্রুপের কয়েক হাজার এজেন্ট এবং আমানতকারী রয়েছেন। সংস্থায় তালা পরায় এই সব মানুষের জমানো টাকা পাওয়ার বিষয়টিও এখন প্রশ্নের মুখে। এদিকে রাজ্যের এজেন্টরা রাজধানীর পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে।
এদিকে চিট ফান্ড নিয়ে মুখ খুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও। তিনি সাংবাদিকদের জানান, চিট ফান্ডগুলির বাড়বাড়ন্তের জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এই সব সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে বিভিন্ন ছাড়পত্র এনে এই সব সংস্থা বিভিন্ন রাজ্যে মাইক্রো ফিনান্সের ব্যবসা করছে। এসব মাইক্রো ফিনান্স বা চিটফান্ড গুলির উপর কোন নজরদারি করছে না সরকার।
মানিক সরকার বলেন, “আমরা বহু দিন ধরেই মাইক্রো ফিনান্স বা চিট ফান্ডগুলোর উপর নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় আইনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার শুনছে না।
তিনি আরও বলেন, “এখনো আমরা দাবি করছি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে গেলে মাইক্রো ফিনান্স সংস্থাগুলির জন্য একটি কড়া কেন্দ্রীয় আইন চাই। ”
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com