ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একুশ বছরের কম ব্যক্তির কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধে আইন হচ্ছে। শহরটিতে প্রায় ২০ হাজার টিনেজার স্কুলে ধূমপান করে থাকে।
এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে টিনেজারদের জন্য টোবাক্কো বিক্রি নিষিদ্ধে করা হচ্ছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার ক্রিস্টেন কুন এমন একটি আইনের প্রস্তাব করেছেন। আইনে বলা হয়েছে, কেউ সিগারেট কিনতে চাইলে অবশ্যই তার বয়সের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
ক্রিস্টেন কুন এক বিবৃতিতে বলেন, অনেক প্রাপ্ত বয়ষ্করাই ২১ বছরের কম বয়স থেকেই ধূমপানের প্রতি দারুণভাবে আসক্ত হয়ে যায়। এই আইন প্রনয়নের মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর পরিবশে নিশ্চিত করতে পারব। তাছাড়া একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের টোবাক্কো থেকে ধূরে রাখতে পারব।
নিউইয়র্কের মানসিক স্বাস্থ্য বিভাগের কমিশনার থমাস ফেরলি জানান, আইনগতভাবে বয়স বাড়িয়ে আমরা নিউউয়র্কের নতুন প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে সর্বোপরি হাজার হাজার জীবন বাঁচাতে পারব।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৩
সম্পাদনা:কবির হোসেন, নিউজরুম এডিটর