ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে রাজনীতিকদের অফিসে শিক্ষকদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ২৫, ২০১৩
মেক্সিকোতে রাজনীতিকদের অফিসে শিক্ষকদের হামলা

ঢাকা: মেক্সিকোতে শিক্ষাব্যবস্থায় সংস্কারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকরা ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধ শিক্ষকরা ক্ষমতাসীন দলের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করে দেয়।

একপর্যায়ে শিক্ষকরা পার্টি অফিসে আগুনও ধরিয়ে দেয়।

এসময়ে ক্ষমতাসীন ইনস্টিটিউট অব রেভ্যুলশনারি পার্টির (পিআরআই) কার্যালয়ে থেকে কালো ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। মুখোশ পরিহিত শিক্ষকরা দলটির কার্যালয়ের দরজা, জানালা ও কাচ ভেঙ্গে ফেলে। সেখানে গুরুত্বপূর্ণ কাগজে আগুন ধরিয়ে দেয়।

বিরোধীদলগুলোর সহায়তার প্রেসিডেন্ট এনরিকো পেনা নিটোর সরকার শিক্ষা সংস্কারের বিল আনার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোধে ওই সংস্কারের বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা। শিক্ষকদের ইউনিয়ন দাবি করেছে, এই সংস্কার মেক্সিকোর শিক্ষাব্যবস্থায় ধস নামাবে। একই সঙ্গে তা শিক্ষার বেসরকারীকরণের পথ উন্মুক্ত করবে।

বিক্ষোভকারী শিক্ষকরা সরকারি দল ছাড়াও ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) ও ডেমোক্র্যাটিক রেভ্যুলশনারি পার্টি ( পিআরডি) কার্যালয়ও ভাংচুর করে।

পাইক এবং লাঠি নিয়ে তারা রাজনীতিকদের উদ্দেশ্যে ‘জনগনের বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দিতে থাকে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।