ঢাকা: স্পেনে বেকারত্বের হার নতুন রেকর্ড ছুঁয়েছে। ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির প্রায় ৬০ লক্ষ লোক এখন বেকার যা মোট জনসংখ্যার শতকরা হিসেবে ২৭.২ ভাগ।
বছরের প্রথম চার মাসের তথ্যের উপর ভিত্তি করে বৃহস্পতিবার বেকারত্বের নতুন এই সংখ্যা প্রকাশ করে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা।
পাঁচ বছর ধরে আর্থিক মন্দার কবল থেকে উত্তোলনের জন্য নিরন্তন সংগ্রামরত স্পেন যে এখনও সংকটের মধ্যে রয়েছে সর্বশেষ পরিসংখ্যান তারই বহি:প্রকাশ।
বলা হচ্ছে, দেশটির আবাসন খাতে বড় ধরনের ধসের কারণেই দেশটিতে এই বিশাল অংশের লোক বেকার হয়ে পড়েছে।
বিবিসি’র খবরে জানা যায়, সরকারের আর্থিক মন্দা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে রাজধানী মাদ্রিদে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করছেন স্পেনবাসী।
এরমধ্যেই শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিনো রাজো দেশটির রাজস্ব নীতি ঘোষণা করতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর