ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে সুন্দরী জিনেথ প্যালথ্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, এপ্রিল ২৫, ২০১৩
বিশ্বের সবচেয়ে সুন্দরী জিনেথ প্যালথ্রো

ঢাকা: সবচেয়ে বাজে সেলিব্রেটিই এখন বিশ্বের সবচেয়ে সুন্দর নারী। পপগায়িকা বিয়ন্সেকে হটিয়ে ২০১৩ সালের বিশ্বের সবচেয়ে সুন্দর নারী নির্বাচিত হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জিনেথ প্যালথ্রো।



বৃহস্পতিবার পিপল ম্যাগাজিন সবচেয়ে সুন্দরী হিসেবে প্যালথ্রোর নাম ঘোষণা করে।

৪০ বছর বয়ষ্ক তারকা প্যালথ্রো নিজের সৌন্দর্য ও শারিরীক কাঠামো ধরে রাখার জন্য সপ্তাহের পাঁচ দিন কঠোর পরিশ্রম করেন।

পিপল ম্যাগাজিনের পাঠকদের ভোটে সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, কঠোর শারিরীক ব্যয়ামই আমার তারুণ্য ও শক্তি এখনও ধরে রেখেছে। তাছাড়া আমি ক্যামেরার বাইরে সবসময়ই মেক-আপ ছাড়া থাকতে পছন্দ করি।

টানা চারবার পিপল ম্যাগাজিনের বিশ্বসুন্দরী হওয়ার দৌড়ে অংশগ্রহণ করলেও এবারই প্রথম তিনি ম্যাগাজিনটির প্রচ্ছদে স্থান করে নিলেন।

এর ফলে আয়রন ম্যান-৩’খ্যাত এই অভিনেত্রী জেনিফার লোপেজ, জুলিয়া রবার্টস, হলি বেরি এবং জেনিফার অ্যানিস্টনের মতো তারকাদের কাতারে স্থান পেলেন।

বিশ্বসুন্দরী নির্বাচিত হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তিনি স্টার ম্যাগাজিনের সেরা ২০‘বাজে’ অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থান লাভ করেছিলেন।

ব্যক্তিগতভাবে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মার্কিন গায়ক ক্রিস মার্টিন।

পিপল ম্যাগাজিনের সেরা দশ সুন্দরী:

১.    জিনেথ প্যালথ্রো
২.    কেরি ওয়াশিংটন
৩.    আমান্দা সেফ্রাইড
৪.    জুই  ডেসচানেল
৫.    জেন ফোন্ডা
৬.    জেনিফার লরেন্স
৭.    কেলি রোলান্ড
৮.     হলি বেরি
৯.    ড্রু বেরিমোর
১০.    পিংক

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ২৫ এপ্রিল,
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।