ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় গ্রীষ্মকালীন ছুটি থাকবে দুই দফায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, এপ্রিল ২৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হলো গরমের ছুটি। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ১৫ মে পর্যন্ত।



কিন্তু এবারই রাজ্যে গ্রীষ্মের বন্ধ থাকবে দুই দফায়। জানিয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব বনমালী সিনহা।

তিনি জানান, প্রথম দফায় ২৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। স্কুল খোলার পর যদি তাপমাত্রা না কমে সেক্ষেত্রে আবার বন্ধ দেয়া হবে।

আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলে দ্বিতীয়বার বন্ধের দিন ঠিক করা হবে।

এতো দিন রাজ্যে একবারের জন্য গ্রীষ্মের ছুটি থাকতো। এবারই প্রথম রাজ্যে দুইবার বা দুইদফায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গত কয়েক বছর ধরে রাজ্যে জুন মাসে অসম্ভব গরম পড়ছে। তাই এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্রীষ্মের ছুটি থাকবে দুই দফায়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।