ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোশাররফ গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, এপ্রিল ২৫, ২০১৩
মোশাররফ গ্রেফতার!

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) বৃহস্পতিবার সাবেক এই স্বৈরশাসককে গ্রেফতার করে।



গ্রেফতার হওয়া সত্ত্বেও আজ বৃহস্পতিবার তিনি তার চকশাহজাদের খামারবাড়িতেই অবস্থান করবেন। তবে শুক্রবার তাকে রাওয়ালপিন্ডির সন্ত্রাস-প্রতিরোধ আদালতে (এটিসি) হাজির করা হবে।
প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো। ক’দিন আগে আদালত তাকে গ্রেফতারের আদেশ জারি করার পর তিনি তড়িঘড়ি আদালত থেকে পালিয়ে তার খামারবাড়িতে পালিয়ে আসেন।

আগামী মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নিতে গত মাসে ইংল্যান্ডে স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফেরেন মোশাররফ। দেশে ফিরেই তিনি বেনজির হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহ, অবৈধভাকে বিচারকদের অপসারণ, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক মামলার মুখোমুখি হন।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডির লিয়াকতবাগে গুলি ও বোমা মেরে বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। তখন মোশাররফ প্রেসিডেন্ট ছিলেন। বেনজির তখন নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছিলেন।

২০১১ সালে ফেব্রুয়ারিতে এটিসি আদালতে মোশাররফ অভিযুক্ত হন। একই বছর আগস্টে মোশাররফের অনুপস্থিতিতেই তার সকল সম্পত্তি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।