ঢাকা: আবারো রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন ইরানের সাবেক প্রবীণ নেতা আকবর হাশমি রাফসানজানি। ১৪ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দিতা করবেন।
৭৯ বছর বয়সী সংস্কারপন্থী হিসেবে পরিচিত রাফসানজানির বিস্ময়কর প্রত্যাবর্তন ইরানের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
রাফসানজানি ১৯৩৪ সালে ইরানের প্রভাবশালী ধনী পরিবারে জন্মগ্রহন করেন। তিনি একজন লেখকও বটে। ১৯৮৯-১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইরানের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ বিরুদ্ধে নির্বাচনে লড়েন। সেই নির্বাচনে পরাজয়ের পর তিনি কার্যত দীর্ঘদিন রাজনীতিতে থেকে দূরে ছিলেন। প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি।
ছয় শতাধিক প্রার্থী ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জন্য রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ত্রিশ জনের মতো নারী প্রার্থীও রয়েছেন।
তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনের লড়াইয়ে টিকে থাকবে তা নির্ধারণ করবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি গার্ডিয়ান কাউন্সিল নিয়ন্ত্রণ করে থাকেন।
১৯৮৯ সালে ইসলামিক রিপাবলিক দেশটির প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রাহুলুল্লাহ খোমেনি মারা যাওয়ার পর বর্তমান নেতা খামেনিকে নিয়োগদানের ক্ষেত্রে রাফসানজানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কিন্তু ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর রাফসানজি-খামেনির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ২০০৯ সালে খামেনি আহমেদিনেজাদের পক্ষ নেওয়ায় রাফসানজি বিরোধী দলকে (গ্রিন মুভমেন্ট) সমর্থণ করে। ওই নির্বাচনে দ্বিতীয় মেয়াদের মতো আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
ইরানের সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি আহমেদিনেজাদ দায়িত্ব পালন করতে পারছেন না। তবে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও তারই মনোনিত প্রার্থী মাশেঈ নির্বাচনে লড়ছেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর