ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্নাটক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শপথ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মে ১২, ২০১৩
কর্নাটক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শপথ  সোমবার

কলকাতা: কর্নাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সিদ্ধারামাইয়া। একক সংখ্যাগরিষ্ঠাতাভাবে জয়ী হওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে কর্নাটক প্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়ার নাম ঘোষণা করেন।

সোমবার তিনি শপথ গ্রহণ করবেন।

ইতোমধ্যে রাজ্যপাল এইচ আর ভরদ্বাজের সঙ্গে দেখা করেছেন সিদ্ধারামাইয়া। ভাবী মুখ্যমন্ত্রীকে সাদর অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং। উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে শুভেচ্ছাও জানান তিনি।

তাঁর অফিস থেকে জানানো হয়েছে, ‘কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধারামাইয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা, করে শুভেচ্ছা জানিয়েছেন।

কংগ্রেসের জয়ের পর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে না সিদ্ধারামাইয়া- কর্নাটকে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল । সমস্ত জল্পনার অবসান ঘটাতে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বাধীন এআরসিসি-র প্রতিনিধি দল বৈঠক করে দলের বিধায়কমণ্ডলীর সঙ্গে।

কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি জি পরমেশ্বর রাজ্যপালকে জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধারামাইয়াকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কর্নাটকে নতুন সরকার গঠন করতে তাঁকে আমন্ত্রণ জানানো হোক।

একথা জানানোর ৩ ঘন্টার মধ্যেই সিদ্ধারামাইয়াকে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৩
এসবি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।