ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সন্ত্রাসের অভিযোগে আটক মুসলিমদের জন্য ভারতে বিশেষ আদালত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, মে ১৬, ২০১৩

নয়াদিল্লি: সন্ত্রাসের অভিযোগে আটক মুসলিম তরুণদের দ্রুত বিচারে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এজন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রাজ্যগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


 
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, ‘কেন্দ্রীয় সরকার বিশেষ আদালত গঠনে রাজ্যগুলোর কাছে পরামর্শমূলক পত্র পাঠিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে যেসব মুসলিম বিভিন্ন রাজ্যে বন্দী রয়েছেন তার পরিসংখ্যানও জোগাড়ের চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কত বছর ধরে এই মুসলিম তরুণরা কারাগারে আটক রয়েছেন সে ব্যাপারেও তথ্য নেয়া হচ্ছে। ’
 
সুশীল কুমার সিন্ধে আরও জানান, ‘প্রকৃত তথ্য যোগাড় করার চেষ্টা চলছে। এই কাজে সময় লাগবে। রাজ্যগুলিকে বলা হয়েছে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালত স্থাপন করার জন্য। ‘

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং কয়েকদিন আগে সংসদকে জানান, ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ বা এনআইএ আইনে সন্ত্রাস সংক্রান্ত মামলাগুলির বিচারের জন্য কেন্দ্রীয় সরকার ৩৯টি বিশেষ আদালত স্থাপন করেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী, কে রহমান খান তিন মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বহু মুসলিম তরুণকে অন্যায়ভাবে সন্ত্রাসবাদের অভিযোগে আটক রাখা হয়েছে। ’
 
কে রহমান খান বিভিন্ন মুসলিম সংস্থার এই উদ্বেগের কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে বলেন,  সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ধাপা’র অপব্যবহারের খবর পাওয়া গেছে। বহু মুসলিম তরুণ বেশ কয়েক বছর কারাগারে থাকার পর নিরাপরাধ ঘোষিত হয়ে মুক্তিও পেয়েছেন।   এর পরই বিশেষ আদালত গঠন করে  মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রতিশ্রুতি দেন সুশীল কুমার সিন্ধে।

বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, ১৬ মে, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।