ঢাকা: সিরিয়া সেনাবাহিনী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কুসাইর অঞ্চল ঘিরে ফেলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, সেনাবাহিনী এলাকাটির বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে।
দেশটির বিরোধী দল দাবি করছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।
বিবিসি জানায়, কৌশলগত দিক থেকে কুসাইর সরকারি ও বিদ্রোহী উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। যদি আসাদ বাহিনী এলাকাটি পুন:দখল করতে পারে তাহলে তারা রাজধানী থেকে দেশটির উপকূলীয় অঞ্চল পর্যন্ত তাদের আয়ত্তে নিয়ে নেবে।
আর বিদ্রোহীদের কাছে অঞ্চলটির দখল হারানোর মানে হল তারা প্রতিবেশী দেশ লেবাননের মধ্যে দিয়ে আর আসতেও পারবে না যেতেও পারবে না।
বিরোধী পক্ষ দাবি করছে, রোববার কুসাইরে সরকারি বাহিনীর হামলায় এই পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
এই হামলাকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে হামলা বলে অভিহিত করে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৯ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর