ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কবিগুরুর জন্মদিনে কলকাতায় ব্যাপক আয়োজন

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ৯, ২০১৩
কবিগুরুর জন্মদিনে কলকাতায় ব্যাপক আয়োজন

কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

কবিগুরুর জন্মভিটা কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন, রবীন্দ্রসদন, কবিগুরুর শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছিল- সেই নিমতলা শ্মশানঘাট সমাধি মন্দির, বিটি রোড মরকতকুঞ্জে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ে নানা অনুষ্ঠান চলছে।



এছাড়া রাজ্যের পৌরসভা,  ক্লাব-সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ  রাজনৈতিকদলগুলোর পক্ষ থেকেও মর্যাদার সঙ্গে দিনটিেউদযাপিত হচ্ছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এদিন সকাল থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও সকাল থেকে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্র সংগীত অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজন করা হয়েছে হস্তশিল্পের মেলাও। এবারই প্রথশ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বাম নেতৃত্ব।

এছাড়া কলকাতা ট্রাম কোম্পানির তরফে সুসজ্জিত বিশেষ ট্রাম দেখা গেল শহরে। এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রনাথের গানের সিডি ক্যাসেট, পত্র-পত্রিকা, স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে রবীন্দ্রসদনে। সেই উপলক্ষ্যে সেখানে রাস্তার একটি বিশাল অংশ জুড়ে তৈরি হয়েছে মণ্ডপ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।