ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিলামে গান্ধীর চটি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মে ৯, ২০১৩
নিলামে গান্ধীর চটি

কলকাতা: লন্ডনে নিলামে উঠতে চলেছে বিশেষভাবে তৈরি মহাত্মা গান্ধীর একজোড়া চটি। আট নম্বর সাইজের চটিটির বিশেষত্ব এর আধ ইঞ্চি পুরু হিল।

একটি মোটা চামড়ার আস্তরণের ওপর আরেকটি চামড়া জুড়ে তৈরি চটিটি।

১৯২০ সালে তৈরি এ চটি পাওয়া গেছে মোহনদাস করমচন্দ গান্ধীর এক বন্ধুর কাছে। আশা করা হচ্ছে, নিলামে মহার্ঘ্য পাদুকাজোড়ার দাম উঠবে অন্তত আঠারো লাখ টাকা।

নিলামে আরও থাকবে মহাত্মা গান্ধীর ব্যবহৃত শাল, তিনটি প্রতীকী বাঁদরের মূর্তি, প্রার্থনার সময় তার পরিধেয় চাদরসহ বিভিন্ন অমূল্য স্মারক।

২১ মে লন্ডনে বসবে এ নিলামের আসর।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ০৯, ২০১৩
এসবি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।