ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সানাউল্লাও মারা গেলেন

ভাষ্কর সরদার, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মে ৯, ২০১৩
সানাউল্লাও মারা গেলেন

কলকাতা : বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ চণ্ডীগড়ের একটি হাসপাতালে মৃত্যু হল পাকিস্তান বন্দি সানাউল্লার ৷ চিকিত্সকরা জানিয়েছেন, একাধিক অঙ্গ বিকল হওয়াতেই মৃত্যু হয়েছে এই বন্দির৷ গত ৩ মে জম্মু জেলে হামলায় গুরুতর আহত হন সানাউল্লাহ৷

এরআগে পাকিস্তান কারাগারে একইভাবে নিহত সর্বজিতের ঘটনার পরও সানাউল্লাকে কেন যথেষ্ট নিরাপত্তা দেওয়া হল না- তার কৈফিয়ত চেয়ে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

জম্মুর কোট বালওয়াল জেলে সহবন্দির আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন সানাউল্লা।

প্রথমে তাঁকে জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় চণ্ডীগড়ের একটি হাসপাতালে৷ বৃহস্পতিবার সকালে চণ্ডীগড়ের হাসপাতালে মৃত্যু হল সানাউল্লার।

চিকিত্সকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে সানাউল্লার। হাসপাতালে চিকিত্সাধীন সানাউল্লাকে দেখে গিয়েছেন পাক হাইকমিশনার সলমন বসির। তাঁর দুই আত্মীয়ও বিশেষ ভিসা নিয়ে ভারতে এসে আহত সানাউল্লাকে দেখে যান।    

সানাউল্লার দেহ ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করেছে পাকিস্তান। সানাউল্লার দেহের ময়নাতদন্তের পর তা পাকিস্তানকে ফেরানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে, আন্তর্জাতিক কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সানাউল্লার মৃত্যুর তদন্তের দাবি জানানো হয়েছে। পাকিস্তান হাইকমিশন একইসঙ্গে ভারতে শাস্তির মেয়াদ শেষ করা তাদের ৪৭ নাগরিকের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।