আগরতলা (ত্রিপুরা): প্রাকৃতিক বিপর্যয়ে জেরবার রাজ্য। গত দুদিনে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে ৫ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েক দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে রাজ্যে। বুধবার রাজধানী আগরতলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। বুধবার বৃষ্টি হয়েছে ১১৮ মিলিমিটার।
রাজধানী আগরতলায় বহু রাস্তা জলমগ্ন। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাস্তা। বিপাকে পড়েছেন যাত্রীরা। রাজধানী আগরতলা সংলগ্ন কয়েকটি গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় দফতরের সচিব স্বপন সাহা জানিয়েছে, গত দুই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুইশ’র বেশি ঘরবাড়ি নষ্ট হয়েছে। ভেঙ্গে পড়েছে প্রচুর গাছ। গাছ পড়ে বন্ধ আছে রাস্তা। রাজধানী আগরতলার সঙ্গে বেশ কিছু মহকুমার যোগাযোগ বিচ্ছিন্ন।
বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, দু’দিনের দুর্যোগে রাজ্যে বিদ্যুতের ক্ষতি হয়েছে তিন কোটি টাকা। সাড়ে তিনশো কিলোমিটারের বেশি বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। অগণিত বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হয়েছে মুষল ধারায় বৃষ্টি। রাজধানী আগরতলাসহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় টেলিফোন পরিসেবা বন্ধ।
রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার উত্তরে মুদিবাড়ি উপজাতি এলাকায় পাহাড় ধসে বাড়ির উপর পড়েছে। এতে মাটির নিচে চাপা পরে আছে দু’জন। তাদের বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার করা যায় নি।
সব্রুমে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। খোয়াইতে বজ্রপাতে মারা গেছে একজন। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫। বজ্রপাত এবং দুর্যোগে আহত হয়েছেন বেশ কয়েকজন।
রাজ্যের সবকটি নদীতে জল বিপদ সীমার কাছ দিয়ে বইছে। নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতি হয়েছে ফসলেরও।
রাজ্য প্রশাসন নেমেছে উদ্ধার কাজে। কিন্তু কবে নাগাদ সব কিছু গুছিয়ে আনা যাবে তা এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস