ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের কারাগারে রাতেও বন্দীদের জন্য গরম ভাত

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, মে ৯, ২০১৩

কলকাতা: প্রায় চামড়া হয়ে যাওয়া রুটির বদলে রাতেও গরম ভাত। ডাল-তরকারিও গরম।

খাবার দেওয়ার অনেক পরে খেলে রুটি শক্ত হয়ে যেতে পারে ভেবেই পশ্চিমবঙ্গের জেল-কর্তৃপক্ষ ভাত দেওয়ার পক্ষপাতী। তবে চাইলে রুটিও মিলবে।

গভীর রাতে খিদে পেতে পারে ভেবে দেওয়া হচ্ছে দু’টো করে বিস্কুট। চলতি মাসেই বন্দীদের জন্য নতুন এ খাদ্য-তালিকা চালু হবে বলে কলকাতার মহাকরণের খবরে জানা যায়।

এতদিন সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার দিয়ে কয়েদিদের ওয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হত। এখন থেকে খাবার দেওয়া হবে ৯টার মধ্যে। আগে গরমে অনেক ক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যেত। খালি পেটেই শুয়ে পড়তে হত বন্দীদের।

কিন্তু এবার রুটিন বদলের সঙ্গেই আসছে রাতের নতুন মেন্যু। আইজি (কারা) রণবীর কুমার বলেন, “নানা কারণেই পুরনো ব্যবস্থা পাল্টানোর দরকার ছিল। লোকে পেটের জন্যই অপরাধ করে। সংশোধনাগারে এসে পেটের ভাত না-জুটলে সেটা দুর্ভাগ্যজনক। ”

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।