কলকাতা: বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন রাস্তা নির্মাণ করছে ভারত ও মিয়ানমার। মিয়ানমার সীমান্তে মোরে থেকে ভারত মণিপুরের ইম্ফল পর্যন্ত তৈরি হবে এই নতুন সড়ক।
এই রাস্তা চালু হলে ভারত-মিয়ানমার বাণিজ্য নতুন মাত্রা পাবে বলে মনে করছেন দু’দেশের ব্যবসায়ীরা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উদ্যোগে তৈরি হবে রাস্তাটি। ইতিমধ্যেই প্রকল্প এলাকা ঘুরে গেছেন এডিবি’র প্রতিনিধিরা।
মোরে থেকে সুতারকান্দি, এই ৪১৭ কিলোমিটার রাস্তা তৈরির জন্য এডিবির দ্বারস্থ হয়েছিলো ভারত এবং মিয়ানমার। দু’দেশের আবেদনে সাড়া দিয়ে এডিবির কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্ট নিয়ে দিল্লিতে আলোচনায় বসবে এডিবির প্রতিনিধি দলটি।
দু’দেশের ব্যবসায়ীরা চাইছেন, দ্রুত তৈরি হোক এই রাস্তা। সড়ক যোগাযোগ সহজ হলে ভারত-মিয়ানমারের মধ্যে বাণিজ্য বাড়বে নিঃসন্দেহে। পাশাপাশি, উপকৃত হবে বাংলাদেশও। কারণ, সুতারকান্দি দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন রয়েছে।
প্রকল্পে ঠিক কত টাকা ব্যয় হবে তা এখনও ঠিক হয়নি। দিল্লিতে ভূতল পরিবহণ মন্ত্রণালয়ের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠকের পর তা চূড়ান্ত হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর