ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৪২

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ৯, ২০১৩
হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৪২

কলকাতা: যাত্রী বোঝাই বাস নদীতে পড়ে মৃত্যু হলো ৪২ জনের। বুধবার রাতে হিমাচল প্রদেশে কুলু-মানালি জাতীয় সড়ক দিয়ে চলার সময় পার্শ্ববর্তী বিয়াস নদীতে বাসটি উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে।



কুলুর ডেপুটি কমিশনর জানিয়েছেন, এখন পর্যন্ত ৪২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। বেশ কিছু যাত্রী নদীর স্রোতে ভেসে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

৬০ জন যাত্রী নিয়ে কুলু থেকে অনির উদ্দেশ্যে রওনা হয় বাসটি। কুলু থেকে ২০ কিলোমিটার দূরে ঝিরির কাছে এসে বাসটি নদীতে পড়ে যায়।

বাসটি দুর্ঘটনার কবলে পড়ছে দেখে আসন থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন চালক। ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।

বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।