ঢাকা: কারাদণ্ডপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। সম্প্রতি শত বছর পূর্ণ হওয়া বলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথম কোন অভিনেতা হিসেবে মাত্র তিন ঘন্টায় তিনি পূর্ণাঙ্গ একটি ছবির ডাবিংয়ের কাজ শেষ করেছেন।
মার্চে ভারতের সর্বোচ্চ আদালত সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ এবং অবৈধ সঙ্গে রাখার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়।
তবে গত ১৮ এপ্রিল সঞ্জয়ের আদালতে আত্মসমর্পণ করার কথা থাকলেও আপিলের মাধ্যমে তিনি আদালত থেকে সময় বাড়িয়ে নিয়েছেন। এ সময়ের মধ্যেই তিনি প্রতিশ্রুত-চুক্তিবদ্ধ ছবির কাজ শেষ করার জন্য রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।
সম্প্রতি তিনি শেষ করলেন ‘পুলিশগার্ল’ ছবির ডাবিংয়ের কাজ। তিনি যে একজন পরিপূর্ণ দক্ষ অভিনেতা তা মাত্র তিন ঘণ্টায় নিখুঁতভাবে ছবিটির ডাবিং শেষ করে বুঝিয়ে দিলেন।
ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে ছবিটির প্রযোজক আগারওয়াল জানান, কোন মানুষের পক্ষে এটা অসম্ভব। মাত্র তিন ঘণ্টায় সঞ্জয় পুরো ছবির ডাবিং শেষ করেছেন। আমি সত্যিই বিস্মিত। সালাম সঞ্জয়কে।
পুলিশগার্ল ছাড়াও সঞ্জয় বর্তমানে পিকে, জাঞ্জির, ঘাণচক্কর ইত্যাদি ছবির কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ৯ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর