ঢাকা: আবারো বাংলাদেশ, আবারো তৈরি পোশাক কারখানা। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলোতে বৃহস্পতিবার আবারো ঠাঁই করে নিলো বাংলাদেশ তৈরি পোশাকখাত।
সাভার ট্র্যাজেডির ১৫ দিন না যেতেই আবারো আলোচনায় আসলো বাংলাদেশের গার্মেন্ট কারখানা। ঘটনা এবার রাজধানী ঢাকায়। বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটুও দেরি করেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, সিএনএন, আল-জাজিরা, হাফিংটনপোস্ট, ওয়াশিংটনপোস্ট, এএফপি, এপি প্রভৃতি সংবাদ মাধ্যম ও সংস্থায় সংবাদ প্রকাশ করা হয়।
বুধবার রাতে রাজধানীর মিরপুর বাঙলা কলেজের কাছে তুংহাই সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ রয়েছেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে রয়টার্স জানায়, ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ধসে নয় শতাধিক শ্রমিক নিহত হওয়ার ১৫ দিন না যেতেই আবারো গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনা ঘটলো।
রয়টার্স আরো জানায়, গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তামূলক পর্যাপ্ত সুবিধা না থাকায় বুধবার ১৮টি গার্মেন্ট কারখানা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, প্রায় একই কথা বলে বিবিস। বিবিসি থেকে বলা হয়, মাত্র ১৫ দিন আগে সাভারে রানা প্লাজা ধসে কয়েকশ মানুষ হতাহতের ঘটনা ঘটে। এর ফলে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে নিরাপত্তার বিষয়টি আবারো চলে আসলো বলে বিবিসি জানায়।
অগ্নিকাণ্ডে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক নিহতের বিষয়ে বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে ১১তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের সময় তারা মিটিং করছিলেন। একই ধরনের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সিএনএন ও আল-জাজিরা।
মিরপুরের টেকনিক্যাল মোড়ের ওই কারখানায় বুধবার রাত ১১টায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- পুলিশের অতিরিক্ত ডিআইজি (পরিবহন) মঞ্জুর মোর্শেদ, বিজিএমইএ-র পরিচালক ও তুংহাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা যুবলীগের সভাপতি ও এমডির ঘনিষ্ঠ বন্ধু সোহেল মোস্তফা স্বপন ও এমডির আরেক বন্ধু এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা ও ডিআইজির দেহরক্ষী রিপন এবং তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্দিন।
এর আগে কারাখানায় আগুনের অতিরিক্ত ধোঁয়ায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ছয়জনকে। কারখানার ভেতরের সিঁড়ি থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর