ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিবিআই দিয়ে সারদা তদন্ত চায় বামেরা

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, মে ৯, ২০১৩

কলকাতা : সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার কৌশল হিসাবে এবার রাজধানীতে তৎপরতা শুরু করে দিল বামেরা।

সারদা বিপর্যয়ের সিবিআই তদন্ত ও অবিলম্বে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে দরবার করল রাজ্যের বাম প্রতিনিধি দল৷ গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স গঠনের দাবিও জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা৷

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি৷ জানা গিয়েছে, গরিব-নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষকে চড়া হারে সুদের টোপ দিয়ে টাকা তোলার আয়োজন কড়া হাতে মোকাবিলার জন্য শক্ত আইনও চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁরা।



বাম প্রতিনিধিদলে ইয়েচুরি ছাড়াও ছিলেন বাসুদেব আচার্য, সূর্যকান্ত মিশ্র, অসীম দাশগুপ্ত, প্রবোধ পাণ্ডা ও মনোহর তিরকে প্রমুখ। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন তাঁরা৷

বামেরা গোড়া থেকেই বলে আসছে যে, সিবিআই তদন্ত হলেই লগ্নি সংস্থাদের সঙ্গে তাঁর দলের নানা স্তরের নেতাদের মাখামাখি, ওঠাবসার কথা জানাজানি হয়ে যাবে বলেই মমতা আপত্তি করছেন।

ইয়েচুরি ইতিমধ্যে অভিযোগ করেছেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থরক্ষার কথা বলে রাজ্য সরকার যে আইন চালু করার উদ্যোগ নিয়েছে, তার আসল উদ্দেশ্য অসৎ লগ্নিকারীদের সম্পত্তি নিরাপদে সরিয়ে ফেলার সময়, সুযোগ করে দেওয়া। ওদের স্বার্থই রক্ষা করছে রাজ্য সরকার।

এদিন ইয়েচুরি বলেন, সারদার মতো অর্থ লগ্নি সংস্থাগুলির ফাঁদে শুধু পশ্চিমবঙ্গের মানুষই প্রতারিত হচ্ছেন না, নানা রাজ্যে এদের নেটওয়ার্ক ছড়ানো। সুতরাং সিবিআই তদন্তই চাই।

তাছাড়া এইসব সংস্থার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে ও নিলামে তুলে প্রাপ্ত অর্থ থেকে সর্বস্বান্ত হওয়া লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।