ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় পঞ্চায়েত ভোট তিন দফার নির্দেশ হাইকোর্টের

ভাষ্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, মে ১০, ২০১৩
কলকাতায় পঞ্চায়েত ভোট তিন দফার নির্দেশ হাইকোর্টের

ঢাকা: কলকাতায় পঞ্চায়েত ভোট তিন দফায় করার নির্দেশ দিয়েছেন রাজ্যের আদালত। তবে আদালত তারিখ নির্ধারণ করে দেননি।

তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

তাছাড়া কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছেন আদালত। ভোটের দিন ঘোষণা করতে রাজ্য সরকারের একতরফা এখতিয়ার নেই বলেও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। এমনই নির্দেশ এসেছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলা থেকে।

উল্লেখ্য, গত পয়লা এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে। শুনানি শেষ হয় তেসরা মে। নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল মূলত তিনটি ইস্যুতে রাজ্য সরকারকে জবাব দেওয়ার জন্য আদালতে আর্জি জানান।

এগুলি ছিল, রাজ্যে ক’দফায় ভোট হবে, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ৪২ নম্বর ধারা নির্বাচন কমিশন আইনের ৩৪২ নম্বর ধারার পরিপন্থী কিনা।

তবে এখন রাজনৈতিক মহলের প্রশ্ন তাহলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট আগামী মাসে? তিন দফাতেই? এই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

পয়লা এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হয় হাইকোর্টে। শুনানি শেষ হয় ৩ মে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।