ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচন শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, মে ১০, ২০১৩
পাকিস্তানে নির্বাচন শনিবার

ঢাকা: ইতিহাসের পাতায় আরেকটি দিন যোগ করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির রাজনীতির মঞ্চ থেকে সামরিক সরকারের কালো দিনগুলোর প্রতি চরম জবাবের দিন হতে যাচ্ছে শনিবার।



দেশটির জন্ম থেকে প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ নির্বাচনকে ভণ্ডুল করতে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা অব্যাহত রেখেছে।

নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় একশ জনের বেশি লোক নিহত হয়েছে। সহিংসতার ধারাবাহিকতায় শুক্রবার বেলুচিস্তানে নির্বাচনী দফতর ও সম্ভাব্য ভোটগ্রহণকেন্দ্রগুলোতে জঙ্গিরা হামলা করে যাচ্ছে।

শুক্রবার মিরামশাহের খাজা জান মার্কেট ও উত্তর ওয়াজিরিস্তান আদিবাসী অঞ্চলের তল্লাশি চৌকিতে পৃথক দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে এই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুসারে, প্রথম বিস্ফোরণটি একটি মোটর সাইকেলে স্থাপন করা হয় এবং একটি রিমোট নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করে বিস্ফোরণ ঘটান হয়। তবে দ্বিতীয় বিস্ফোরকটির ধরন তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।

আহতদের মিরামশাহের সংস্থা সদর দপ্তর হাসপাতালে পাঠান হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে সেখানে তাদের তদন্ত শুরু করেছেন। ধারনা করা হচ্ছে বেলুচিস্তানে সংঘটিত সহিংসতার ধারাবাহিকতায় এ দু‘টি বোমা হামলা ঘটেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ব্রেওয়েরি এলাকায় পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী সর্দার উমর গোরগেজের নির্বাচনী দফতরের ছাদে বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫জন আহত হয়।

এক উর্ধ্বতন কর্মকর্তা আয়াজ বেলুচ জানান, বেলুচিস্তানের দেরা বুগতি জেলায় আরও তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জঙ্গিরা দুটি ভোট গ্রহণ কেন্দ্রে দুটি রকেট হামলা চালায়। তবে সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান বারাকাত বেলুচ নামের আরেক কর্মকর্তা।

বেলুচিস্তান ন্যাশনাল পার্টির- মেনগাল (বিএনপি-এম) দফতরে পেট্রল বোমা নিক্ষেপ করেছে জঙ্গিরা।

বৃহস্পতিবার নির্বাচনী সমাবেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলেকে অপহৃত হয়েছেন। গিলানি জানান, তার ছেলে পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রার্থী আলি হায়দারকে মুলতান থেকে অপহরণ করা হয়েছে।

যদিও কোন গোষ্ঠী এখন পর্যন্ত অপহরণ করার বিষয়টি স্বীকার করেনি তবে গিলানি ও তার পরিবারের সদস্যরা জানান, আলি হায়দারকে লস্কর-ই-জাংভি ও সিপাহ-ই-সাহাবা থেকে ‘হত্যা ও অপহরণ হুমকি’ দেয়া হয়েছিল।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) অপহরণের সম্পর্কে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি। টিটিপির মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, “আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আমরা জানিনা কে বা কারা তাকে অপহরণ করেছে ও কেন এবং কিভাবে তাকে অপহরণ করা হয়ছে। ”

বৃহস্পতিবার নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পিএমএল-এন ও ডানপন্থি জামিয়াত উলামা-ই-ইসলাম দলের দুই প্রার্থীর ওপর দুটি হামলার ঘটনা ঘটেছে।

এদিকে নির্বাচনে প্রচারণার শেষ করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলো। পাকিস্তানি তালেবানের হুমকির মধ্যে প্রচারণা শেষ করতে হয়েছে তাদেরকে।

বৃহস্পতিবার মধ্যরাতে প্রচারণার শেষ সময়ও প্রচারণা চালিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ।

তিনি বলেন, “আপনারা যদি আমাদের পাঁচ বছর দেন তাহলে আমরা দেশের ভাগ্য পরিবর্তন করে দেব। ”

দেশের ১৪তম সাধারণ নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী শরিফ। বিরোধীদের বিরুদ্ধে তার অভিযোগ, তারা দেশের সম্মান বিক্রি করে দিয়েছে।

অসুস্থ ইমরান খান ইসলামাবাদের একটি হাসপাতাল থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তার সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “নতুন পাকিস্তানের জন্ম না হওয়া পর্যন্ত আমাকে আল্লাহ নেবে না। ”

মুভমেন্ট ফর জাস্টিস পার্টির এ নেতা চলতি সপ্তাহের শুরুতে একটি নির্বাচনী সভার মঞ্চ থেকে পড়ে আহত হন।

ইসলামাবাদে পাকিস্তান পিপল’স পার্টির সমর্থকরা বিশাল সমাবেশ করেছে। দেশে না থাকায় পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল জারদারি ভুট্টো এবং বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে বক্তব্য দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে জারদারির ওপর কিছু বিধি-নিষেধ রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল বলেন,“বেনজির তার জীবন দেশ, জাতি, জনগণ ও গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। এবং আমার বাবা প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সবসময়ই বলেন, পাকিস্তানকে প্রথমে রাখা উচিত আমাদের। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিশ্রুতি পূরণের। ”

পাকিস্তান পিপল’স পার্টি ও করাচিভিত্তিক ‍মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-এর ওপর হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে তালেবান।

সহিংসতার আশঙ্কায় শনিবার দেশজুড়ে বিভিন্ন ভোট কেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হবে বলে জানা গেছে।

জরিপে জানা গেছে, ২০০৮ সালের তুলনায় এবারের নির্বাচনে ৪৪ শতাংশের বেশি ভোট পড়বে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।