ঢাকা: ‘আমি জীবিত। দয়া করে, আমাকে উদ্ধার করুন’।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার উদ্ধার অভিযান চালানোর সময় লাশের পর লাশ বের করে আনতে আনতে ক্লান্ত উদ্ধারকারীরা একজনকে জীবিত দেখতে পায়। উদ্ধারকর্মীরা সাহায্যের জন্য এক নারীর কণ্ঠস্বর শুনতে পায়।
বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম ইসলামের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রেশমা উদ্ধারকর্মীদের দেখামাত্র বলে, “আমি জীবিত। দয়া করে, আমাকে উদ্ধার করুন। ”
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি শীর্ষ সংবাদ হিসেবে স্থান পেয়েছে রেশমার এই অলৌকিকভাবে বেঁছে থাকার খবরটি। বিবিসির শিরোনাম ‘ঢাকায় ভবন ধস: ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবন্ত উদ্ধার’।
বিবিসির সংবাদ বলা হয়েছে, ১৭ দিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে ধসে পড়া আটতলার ধ্বংসস্তুপ থেকে এক জীবিত নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ‘দয়া করে আমাকে বাঁচান’- এ আহ্বান শোনার পর তারা রেশমা নামের ওই নারীকে রানা প্লাজার তৃতীয় তলা থেকে উদ্ধার করেন।
রেশমার উদ্ধারকে ‘নাটকীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি।
‘বাংলাদেশে কারখানা ধসের ১৭ দিন পর অলৌকিক জীবিত ব্যক্তি উদ্ধার’ শিরোনাম করে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ তার অনলাইন সংস্করণে প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদে স্থান দিয়েছে।
দ্য গার্ডিয়ান পত্রিকা অনলাইন সংস্করণের প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদ হিসেবে ছেপেছে রেশমাকে উদ্ধারের খবর।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ‘বাংলাদেশের ফ্যাক্টরির ধ্বংসস্তুপ থেকে জীবিত এক নারী উদ্ধার’ শিরোনামের সংবাদটিতে জানিয়েছে, ধসে পড়া ভবনের উদ্ধারকার্জে নিয়োজিতদের বিস্মিত করেছে রেশমা। ধসে পড়া ভবনের নিচতলা থেকে যখন সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা তাকে বের করে নিয়ে আসে তখন শত শত প্রত্যক্ষদর্শী খুশিতে কেঁদে ফেলেন।
মোহাম্মদ রানা নামের এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্বলচিত্তের একটি কণ্ঠ শোনার পর তিনি বিষয়টি উদ্ধারকর্মীদের জানান। ওই সময় ধ্বংসস্তুপের রড কাঁটছিলেন রানা। রয়টার্সকে রানা বলেন, “আমি ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ এমন একটি কণ্ঠস্বর শুনতে পাই। ”
যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের যুক্তরাজ্য সংস্করণের প্রচ্ছদ পাতায় ছাপানো হয়েছে আশার এই খবরটি। ‘অলৌকিক যেহেতু জীবিত ব্যক্তি পাওয়া গেছে’ এই বাক্যেকে সাব-হেড করে হাফিংটন পোস্ট শিরোনাম করেছে, “ঢাকায় ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে নারী উদ্ধার’।
হাফিংটন পোস্টের যুক্তরাষ্ট্র সংস্করণে শিরোনাম করা হয়েছে, ‘অলৌকিক: বাংলাদেশে ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পর নারীকে উদ্ধার’।
ভারতের টাইমস অব ইন্ডিয়া দমকল বাহিনীর প্রধানের বরাত দিয়ে শিরোনাম করেছে, “বাংলাদেশের ভবন ধসের ১৭দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিতের সন্ধান’।
ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীর প্রধান আহমেদ অলির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, “সে একটি বীম ও খাম্বার ফাঁকের ভেতর ছিল। তার নাম রেশমা। ”
একই শিরোনাম করেছে এনডিটিভি। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি উল্লেখ করেছে, রেশমা ভবনের নিচতলার ক্ষতিগ্রস্ত মসজিদে আশ্রয় নিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com