ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আইন বাস্তবায়নে বাধা পোশাক কারখানা মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, মে ১০, ২০১৩
আইন বাস্তবায়নে বাধা পোশাক কারখানা মালিকরা

ঢাকা: রানা প্লাজার ধ্বংসস্তুপ সরাতে না সরাতেই মিরপুরে একটি সোয়েটার কারখানায়  আগুন লেগে ৮ জনের প্রাণহানি ঘটেছে বুধবার। নিহতদের মধ্যে কারখানার  মালিক ও পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।



ধস, অগ্নিকাণ্ডের মতো ‍দুর্ঘটনা রোধে বাংলাদেশের একগুচ্ছ আইন রয়েছে- কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয় না। আর পোশাক কারখানার মালিকরা আইনের বাস্তবায়ণ ঘটাতে বড় বাধা বলে বিশেষজ্ঞরা মনে করেন।

যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুশফিক মোবারক জানান, রানা প্লাজার মতো ট্র্যাজেডি প্রতিরোধে বাংলাদেশে অনেকগুলো আইন রয়েছে। শক্তিশালী পোশাকশিল্প সেসব আইন থেকে নিরাপদ দূরে রয়েছে।

তিনি বলেন, “পোশাক কারখানাগুলোর অধিকাংশ মালিকই রাজনীতিবিদ। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের জন্য কঠিন। ”

বাংলাদেশে পোশাক শিল্প বিকাশের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সস্তা শ্রম। বিশ্বের কোথাও এতো সস্তায় শ্রমিক পাওয়া যায় না বলে জানিয়েছেন ‘লাস্ট নাইটশিফট ইন সাভার’ নামক বইয়ের লেখক।

তিনি বলেন, “একটি বা দুটি ব্যতিক্রম ছাড়া এটি (বাংলাদেশ) বিশ্বের সবচেয়ে ন্যূনতম বেতনের দেশ। ”

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনি মাসে ৪০ মার্কিন ডলারের কম বেতনের কথা বলছেন। ”

বাংলাদেশের পোশাক কারখানার মালিকগুলো শ্রমিকদের ইউনিয়ন গড়তেও দেয় না বলে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রস্তুতকারক দেশ হিসেবে যেমন সুযোগ-সুবিধা থাকার কথা তেমন নেই।

দেশটির রাস্তাঘাট ভালো নয়। শ্রমিকদের (অধিকার নিয়ে) কথা বলার  মতো সংগঠন নেই। আর বিদ্যুতের অবস্থা বিপজ্জনক।
 
বারবার ভয়াবহ দুর্ঘটনার শিকার পোশাক খাত গত তিন দশকে অনেক এগিয়েছে। কম বেতন আর হালকা নিয়ন্ত্রণের কারণে পোশাক তৈরিকারকদের আকৃষ্ট করেছে বাংলাদেশ। এসব কারণে বাংলাদেশে চীনের পরেই বিশ্বে দ্বিতীয় শীর্ষ পোশাক রফতানিকারক দেশ হতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে  ১০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।