ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বুদ্ধদেব

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মে ১০, ২০১৩
ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বুদ্ধদেব

কলকাতা: “পশ্চিমবঙ্গের হাওড়ার লোকসভার উপনির্বাচন বামেদের সামনে ঘুরে দাঁড়াবার একটা বড় রকমের সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগতে হবে সিপিআই(এম) ও বামফ্রন্ট কর্মীদের।

”—  এমনই পরামর্শ দিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

তিনি তার ঘোষণায় জানান, এই উপনির্বাচনে বামেরা জয়ী হলে রাজ্য রাজনীতির গতিপ্রকৃতি ভিন্ন পথ গ্রহণ করবে। তাই এই নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে বামকর্মীদের মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

তিনি বলেন, “বিনম্রভাবে, মাথা নিচু করে মানুষের কথা শুনতে হবে। যত বলবেন তার চেয়ে বেশি শুনবেন। যেসব মানুষ আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তাদের ফিরিয়ে আনতে হবে। ”

আগামী ২ জুন হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রের নির্বাচিত তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে তৃণমূল এবার দাঁড় করিয়েছে বিশিষ্ট ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই(এম) প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়বেন বিশিষ্ট আইনজীবী সনাতন মুখোপাধ্যায়।

বর্তমানের পশ্চিমবঙ্গ রাজ্যে সারদা নিয়ে তোলপাড়, সঙ্গে নির্বাচন কমিশনারের সঙ্গে ‘কয় দফায় ভোট হবে’ তা নিয়ে চলতে থাকা হাইকোর্টের রায়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব যে খুব একটা ভালো জায়গায় নেই— সেই সুযোগেই মূলত হাওড়ার লোকসভার উপনির্বাচনকে হাতিয়ার করে বামেদের ঘুরে দাঁড়াবার ইঙ্গিত দিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।