ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থ্রিডি প্রিন্টার বন্দুকের নকশা সরানোর নির্দেশ মার্কিন প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, মে ১০, ২০১৩
থ্রিডি প্রিন্টার বন্দুকের নকশা সরানোর নির্দেশ মার্কিন প্রশাসনের

ঢাকা: সম্প্রতি অস্ত্র জগতে নতুন সংযোজন থ্রিডি প্রিন্টার প্রযুক্তিতে তৈরি বন্দুকের নকশা অলনাইন থেকে সরানোর নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্র সরকার। অনলাইনে পুরো প্লাস্টিকের তৈরি বন্দুক বানানোর নকশাটি এক লাখের বেশি বার অনলাইন থেকে ডাউনলোড হওয়ার পর এমন নির্দেশ দেওয়া হলো।



যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দুকটি তৈরিকারী প্রতিষ্ঠান ডিফেন্স ডিস্ট্রিবিউটেডকে এক চিঠিতে জানিয়েছে, অনলাইনে নকশা প্রকাশ করার অস্ত্র নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন।

ওই চিঠিতে কোডি উইলসন নির্দেশ দেওয়া হয়েছে, অস্ত্র তৈরির নকশা অনলাইনে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের বাইরে ডাউনলোড করার সুযোগ করে দিয়ে তিনি বিদেশিদের হাতে অস্ত্র হস্তান্তর করছেন না-এটি প্রমাণ না করা পর্যন্ত  নকশা কেন সরানো হবে না।

ইতোমধ্যে কোম্পানিটি তাদের সাইট থেকে নকশা সরিয়েছে। তবে অস্ত্র তৈরির নকশা ডাউনলোড করার বিষয়টি বন্ধ করা হবে কিনা তা নিশ্চিত এখনও নয়।

গত সপ্তাহে শুধু ফায়ারিং পিন বাদে পুরো প্লাস্টিকের বস্তু দিয়ে তৈরি থ্রিডি প্রিন্টারের বন্দুকটি থেকে প্রথম গুলি ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণে অস্টিনে সফলভাবে বন্দুকটি থেকে গুলি ছোড়া হয়।

অস্ত্র তৈরি করেছে ইউনিভার্সিট অব টেক্সাসের এক শিক্ষার্থীর প্রতিষ্ঠান ডিফেন্স ডিস্ট্রিবিউট। থ্রিডি প্রিন্টারের এ বন্দুকটি তৈরি করতে ব্যয় হয়েছে ৮ হাজার মার্কিন ডলার। ডিফেন্স ডিস্ট্রিবিউট বন্দুকটি তৈরিতে এক বছর লাগিয়েছে।

সবার যেন ঘরে বসেই বন্দুকটি সহজে তৈরি করতে পারে সেজন্য ডিফেন্স ডিস্ট্রিবিউট এ অস্ত্র তৈরির নকশা ছেড়ে দেয়।

অস্ত্র তৈরি করতে মার্কিন সরকারের অনুমোদনও নিয়েছে উইলসন। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস ও বিস্ফোরক (এটিএফ) ব্যুরোর তাকে দিয়েছে অস্ত্র তৈরি ও বিক্রির লাইসেন্স।

এটিএফের কর্মকর্তা ডোনা সেলারস জানান, ন্যাশনাল ফায়ারআর্মস এ্যাক্টের মধ্যে না পড়ায় থ্রিডি-প্রিন্টেড বন্দুক যুক্তরাষ্ট্রে বৈধ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা:  শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।